ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিয়ন্সের গর্ভে যমজ সন্তান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, ফেব্রুয়ারি ২, ২০১৭
বিয়ন্সের গর্ভে যমজ সন্তান বিয়ন্সে (ছবি: সংগৃহীত)

জনপ্রিয় পপ গায়িকা বিয়ন্সে অন্তঃসত্বা— এটা পুরনো খবর। নতুন তথ্য হচ্ছে, যমজ সন্তানের জন্ম দিতে যাচ্ছেন তিনি। বুধবার (১ ফেব্রুয়ারি) ইনস্ট্রাগ্রামে এই সুখবর দিলেন ৩৫ বছর বয়সী গায়িকা। 

ইনস্টাগ্রামে বিয়ন্সে নিজের বেবি বাম্প-এর ছবি দিয়েছেন। এতে দেখা যাচ্ছে পপস্টার ফুলের মাঝখানে বসে আছেন।

স্বামী জে জির সঙ্গে যমজ সন্তানই আশা করছেন বিয়ন্সে। তাই এই ঘটনা তাদের জীবনে বাড়তি সুখ এনে দেবে বলেই মনে করছেন।  

এদিকে সবশেষ প্রকাশিত অ্যালবামের (লেমোনেড) গান শুনে অনেকে মনে করেছিলেন র‌্যাপার জে জির সঙ্গে সম্পর্ক ভালো চলছে না তার। এই মূহুর্তে তেমন মনে করার কোনো কারণ অবশিষ্ট নেই।  

৫ বছরের কন্যা ব্লু আইভির জন্মের আগে বিয়ন্সে গর্ভপাতের শিকার হয়েছিলেন। সেই বেদনার কথাও এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি। প্রথমবার অন্তঃসত্তা হওয়ার পর সন্তানের হৃদস্পন্দন শোনার দারুণ সুখের অনুভূতির স্মৃতি কখনো ভুলবেন না বিয়ন্সে।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।