ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

হাবিবের এ কী হাল?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৬, ফেব্রুয়ারি ২২, ২০১৭
হাবিবের এ কী হাল? হাবিব ওয়াহিদ (ছবি: সংগৃহীত)

ফটোগ্রাফগুলো দেখে চমকে ওঠারই কথা। ভক্তরা হাবিব ওয়াহিদকে এমন পরিস্থিতিতে আবিস্কার করেননি কখনো। কী এমন ঘটলো তবে?

ফটোগ্রাফগুলো জনপ্রিয় এই গায়কের বর্তমান ব্যক্তিজীবনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। মনে হতে পারে, সব সময় দুঃস্বপ্ন তাড়া করছে হাবিবকে! সত্যি বলতে, চরিত্রের মধ্যে ডুবে আছেন তিনি।

মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির হচ্ছেন হাবিব। ছবিগুলো তারই নিদর্শন।

‘মিথ্যে নয়’ গানটি এরই মধ্যে শুনেছেন অনেকে। এবার এর ভিডিও দেখার পালা। অচিরেই প্রকাশ হবে এটি। ২১ ফেব্রুয়ারি রাতে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটির টিজার ছাড়া হয়েছে। এতে যথেষ্ট চমক তৈরি করতে পেরেছেন হাবিব। এবার পুরো ভিডিওর জন্য অপেক্ষা।      

* ‘মিথ্যে নয়’ গানের এক ঝলক:

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।