ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

কোটি ছুঁই ছুঁই মিনার-ইমরানের তিন গান (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, ফেব্রুয়ারি ২২, ২০১৭
কোটি ছুঁই ছুঁই মিনার-ইমরানের তিন গান (ভিডিও) মিনার রহমান ও ইমরান (ছবি: সংগৃহীত)

মিনার রহমানের ‘ঝুম’, ইমরানের ‘ফিরো আসো না’ ও ‘দিল দিল দিল’ গানগুলো নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। অচিরেই ইউটিউবে কোটিবার দেখার রেকর্ড গড়বে গানগুলো। এ নিয়ে উচ্ছ্বসিত মিনার ও ইমরান। 

ইমরান বলেছেন, “গত বছর 'বলতে বলতে চলতে চলতে' গানটির অফিশিয়াল মিউজিক মিউজিক ভিডিও দিয়ে বাংলা গানের ইতিহাসে প্রথম কোনো গান এক কোটি ইউটিউব ভিউ হয়েছিলো । এ বছরও কিছুদিনের মধ্যে আমার গাওয়া (সহশিল্পী কনা) 'দিল দিল দিল' ( ৯৩ লক্ষ ) ও 'ফিরে আসো না' ( ৯২ লক্ষ ) এক কোটিতে পা রাখবে।

মিনার বলেন, “ঝুম’ (৯৯ লক্ষ) গানটি নিয়ে আমি আশাবাদী ছিলাম। তবে অল্প সময়ের মধ্যে এটি কোটির ঘরে পৌঁছে যাবে এমনটা ভাবিনি। আর মাত্র কয়েক ঘণ্টা পরই নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হবো আমি। এ জন্য ভক্তদের কৃতজ্ঞতা। ’

* মিনারের গাওয়া ‘ঝুম’: 

* ইমরানের গাওয়া ‘ফিরে আসো না’: 

* ইমরান-কনার ‘দিল দিল দিল’: 

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।