ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

দুর্ভাগ্যবশত অনেকের সঙ্গে প্রেম করেছি: কঙ্গনা রনৌত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪১, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
দুর্ভাগ্যবশত অনেকের সঙ্গে প্রেম করেছি: কঙ্গনা রনৌত কঙ্গনা রনৌত (ছবি: সংগৃহীত)

‘…কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে’— জীবনানন্দ দাশের লেখা এই পংক্তিটি বিখ্যাত। বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত হয়তো এর খবর জানেন না। কিন্তু এই উপলব্ধির মধ্য ‍দিয়ে যাচ্ছে তার সময়।  

মন্দ অতীতের কথা কে মনে রাখতে চায়? কে আবার অতীতের মুখোমুখি হতে চায়? এসবের উত্তর জানা না থাকলেও কিভাবে এর থেকে মুক্ত হওয়া যায়, সেই উপায় জানা কঙ্গনার।

বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রেঙ্গুন’-এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করেছেন কঙ্গনা।

সে কারণে ভারতীয় প্রতিবেদন বলিউড লাইফের একটি সাক্ষাৎকারে অংশ নেন তিনি।

সেখানে তাকে খারাপ অতীত, বাজে সিদ্ধান্ত ও অতীতের প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। এর উত্তরে ৩০ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘অতীতে দুঃর্ভাগ্যবশত চিকিৎসক, মডেল, অভিনেতা ও আরও অনেকের সঙ্গে প্রেম করেছি। কিন্তু একটি জিনিসই শিখেছি। সেটি হচ্ছে, যখন এটি কাজে আসে না, কখনোই আসে না। ’

একই সাক্ষাৎকারে ‘ফ্যাশন’খ্যাত তারকা কঙ্গনার কাছে জানতে চাওয়া হয়, কয়টি সন্তান চান তিনি। উত্তরে বলেন, ‘দেখা যাক, আমি কয়টা সামলাতে পারি!’

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।