ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

ইনি আয়েশা টাকিয়া?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৪, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
ইনি আয়েশা টাকিয়া? আয়েশা টাকিয়া (ছবি: সংগৃহীত)

মিষ্টি হাসি ও নিষ্পাপ চাওনির জন্যই সকলের পছন্দ ছিলেন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া। ২০০৯ সালে সালমান খানের বিপরীতে ‘ওয়ান্টেড’ ছবিতে দেখা গিয়েছিলো তাকে। এরপর কোথায় যেন হারিয়ে গেলেন তিনি!

বর্তমানে স্বামী, সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় কাটে জনপ্রিয় এই অভিনেত্রীর। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিলো ‘ওয়ান্টেড’খ্যাত এই তারকাকে।

এখানে তাকে দেখে রীতিমত চমকে গেছেন সবাই। আবার অনেকে না-কি তাকে চিনতেও পারেননি।

মিষ্টি হাসি দিয়ে সবার মন জয় করা আয়েশার চেহারায় আমূল পরিবর্তন ঘটেছে। কারণ কৃত্রিম উপায় নিজের ঠোঁট আরও পুরুষ্টু করে তুলেছেন তিনি। চুলের স্টাইল এবং মুখের গঠনেও এনেছেন পরিবর্তন। তবে ঠোঁটের আকার পরিবর্তনের জন্যই ৩০ বছর বয়সী এ অভিনেত্রীকে বেশি অদ্ভুত লাগছে বলে জানান সকলে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।