ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

এবার আসছেন ছবির প্রচারে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৭, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এবার আসছেন ছবির প্রচারে পরমব্রত চট্টোপাধ্যায় (ছবি: সংগৃহীত)

ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ঢালিউডের দুটি ছবির কাজ শেষ করেছেন। এ কারণে কয়েকবার ঢাকায় এসেছিলেন তিনি। এবার আসছেন ‘ভুবন মাঝি’র প্রচারকাজে।

৩ মার্চ মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত ‘ভুবন মাঝি’। ছবিটির ব্যতিক্রমী প্রচার সবার নজর কেড়েছে।

এবার এতে যোগ দেবেন পরম। আগামী ১ মার্চ ঢাকায় আসছেন জনপ্রিয় এই অভিনেতা।

‘ভুবন মাঝি’র নির্মাতা ফাখরুল আরেফিন খান বাংলানিউজকে জানান, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরম। শুরু থেকে ছবিটি নিয়ে উচ্ছ্বসিত তিনি। শুধু ছবিটির প্রচারে অংশ নিতে এতোদুর ছুটে আসছেন পরম।

‘ভুবন মাঝি’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন অপর্ণা ঘোষের বিপরীতে। ছবিতে আরও আছেন মাজনুন মিজান।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।