ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিলে গেলো হলি-বলি-ঢালিউড?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
মিলে গেলো হলি-বলি-ঢালিউড? ছবি: সংগৃহীত

নকল বা অনুকরণের ‘অভিশাপ’ নিয়ে চলছে চলচ্চিত্র শিল্প। মূলভাব, কাহিনি, নির্মাণশৈলী কিংবা পোস্টার— কোনো না কোনোভাবে নকলের অভিযোগ ওঠে। দেশীয় চলচ্চিত্রে প্রায়ই অভিযোগ পাওয়া যায় গলাকাটা পোস্টার তৈরির। ভিনদেশের নায়ক-নায়িকার দেহের সঙ্গে মাথা জুড়ে দিয়েই হয়ে যাচ্ছে পোস্টার!

মুক্তির অপেক্ষায় থাকা বাপ্পি ও আঁচলের ‘সুলতানা বিবিয়ানা’ ছবিটির পোস্টার প্রকাশ হওয়ার পরপরই নকলের অভিযোগ উঠেছে। বলিউডের অজয় দেবগণ ও টাবু অভিনীত ‘দৃশ্যম’-এর পোস্টারের সঙ্গে এটি হুবহু মিলে গেছে।

আবার এ দুটি পোস্টারের সাদৃশ্য পাওয়া গেছে হলিউডের ‘ডেড ফল’ ছবির পোস্টারের সঙ্গে। ‘ডেড ফল’ ও ‘দৃশ্যম’ মুক্তি পায় যথাক্রমে ২০১২ ও ২০১৫ সালে। অন্যদিকে ‘সুলতানা বিবিয়ানা’ প্রেক্ষাগৃহে আসবে ২৪ মার্চ।  

হলিউড-বলিউড-ঢালিউডের তিন ছবির সাদৃশ্যপূর্ণ পোস্টার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম কথা হচ্ছে। ছবি তৈরি করতে কোটি কোটি টাকা খরচ করতে অসুবিধে নেই। প্রশ্ন উঠেছে, একটি মৌলিক পোস্টার তৈরির মানসিকতা কবে তৈরি হবে? 

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসও   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।