ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

‘কারিশমা বিয়ে করতে চাইছে না’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, এপ্রিল ২২, ২০১৭
‘কারিশমা বিয়ে করতে চাইছে না’ কারিশমা কাপুর ও রণধীর কাপুর (ছবি: সংগৃহীত)

গত সপ্তাহে দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া স্বচ্ছদেবকে বিয়ে করেছেন কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। এরপর থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে খুব শিগগিরই না-কি প্রেমিককে (সন্দিপ তোশনিওয়াল) বিয়ে করতে যাচ্ছেন কারিশমা।

তবে কারিশমার বিয়ে নিয়ে একেবারে অন্য তথ্য জানালেন তার বাবা রণধীর কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান এই অভিনেতা জানান, মেয়েকে সবসময় সুখী দেখতে চান তিনি।

তবে কখনও বিয়ের বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়নি। কিন্তু মেয়ে যদি বিয়ের পরিকল্পনা করেন তাহলে সবসময় তাকে আর্শীবাদ করবেন বলেও জানান রণধীর।

তিনি আরও বলেন, ‘কারিশমা চাইলে যে কোনো সময় বিয়ে করতে পারেন, এতে কারও আপত্তি থাকবে না। কিন্তু তিনি মা হিসেবে সন্তানদের যত্নসহকারে লালন-পালন করছেন। এ কারণে আমার মনে হয়, বিয়েকে খুব প্রয়োজন বলে মনে করে না ও’।    

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।