ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

বাপ-বেটির নাচ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৭, এপ্রিল ৩০, ২০১৭
বাপ-বেটির নাচ (ভিডিও) ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা শহিদ কাপুর নাচতে কতোটা পছন্দ করেন তা নতুন করে বলার কিছু নেই। এছাড়া বলিউডের সেরা নৃত্যশিল্পীদের মধ্যেও তিনি একজন। তবে চমকপ্রদ ব্যাপার হলো, নাচের জন্য একজন নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন ‘শানদার’খ্যাত এই তারকা। সে আর অন্য কেউ নয়, তার মেয়ে মিশা কাপুর।

শনিবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শহিদ কাপুর। যেখানে দেখা যাচ্ছে, মাইকেল জ্যাকসনের গাওয়া একটি গানের তালে বাবার সঙ্গে নাচছেন মিশা।

সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবির কাজ করছেন শহিদ। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

শহিদ কাপুর ও মিশা কাপুরের নাচের ভিডিও

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।