ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

বিনোদন

একসঙ্গে আনুশকা-পরমব্রত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, মে ১, ২০১৭
একসঙ্গে আনুশকা-পরমব্রত আনুশকা শর্মা ও পরমব্রত চ্যাটার্জি (ছবি: সংগৃহীত)

এখনও পর্যন্ত জনপ্রিয় অনেক অভিনেতার সঙ্গে কাজ করেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। যাদের মধ্যে ছিলেন আমির খান ও শাহরুখ খান। তবে চমকপ্রদ ব্যাপার হলো- এবার টলিউড অভিনেতা পরমব্রত চ্যাটার্জির সঙ্গে কাজ করতে যাচ্ছেন ‘পিকে’খ্যাত এই তারকা।

‘পরী’ নামে একটি ছবিতে দেখা যাবে এই জুটিকে। অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনা করবেন আনুশকা।

পরিচালনা করবেন প্রসিত রায়। আগামী জুন থেকে ছবিটির শুটিং শুরু হবে।

এ প্রসঙ্গে আনুশকা শর্মা বলেন, ‘পরী ছবির চিত্রনাট্য চমৎকার। আমার অনেক পছন্দ হয়েছে। এই মিশনে পরিচালকের দৃষ্টিভঙ্গির উপর পুরো ভরসা রাখছি। ’

পরমব্রত তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘পরী ছবিটির চিত্রনাট্য ও টিম আমার খুব পছন্দ হয়েছে। আনুশকা শর্মার সঙ্গে কাজ করতে আগ্রহী। ’

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মে ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।