ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

বিনোদন

ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা সোনমের পছন্দ নয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৯, মে ২৬, ২০১৭
ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা সোনমের পছন্দ নয় ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর (ছবি: সংগৃহীত)

কয়েক বছর ধরেই নিয়মিত কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এবারও লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবে ৭০তম কান চলচ্চিত্র উৎসবে দেখা গেছে তাকে।

কাকতালীয়ভাবে প্রতিবারই বলিউডের আরেক সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তুলনা করা হয়ে সোনমকে।   কেননা একই প্রসাধনী পণ্যের শুভেচ্ছাদূত হয়ে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটেন ঐশ্বরিয়া।

তবে অ্যাশের সঙ্গে এই তুলনার বিষয়টিকে মোটেও পছন্দ করেন না সোনম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সোনম বলেন, ‘তুলনা বিষয়টি কখনও আমার মাথায় থাকে না। মিডিয়া এসব জিনিসগুলো তৈরি করে। এরপর তারাই ঠিক করে নেয় কোনটি সঠিক কোনটি ভুল। শুধু আমি নই, অন্য কেউ হতে পারে। এ ছাড়া আমি এই সংস্কৃতিকে নয়, তাদের বোকামি বিবেচনা করি। এমনকি আমি এসব বিষয়কে প্রশ্রয়ও দেই না। ’

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মে ২৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।