ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

বিনোদন

ক্যাটরিনার সঙ্গে প্রেম করবেন সালমানের ভগ্নিপতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, মে ২৬, ২০১৭
ক্যাটরিনার সঙ্গে প্রেম করবেন সালমানের ভগ্নিপতি ক্যাটরিনা কাইফ ও আয়ুশ শর্মা (ছবি: সংগৃহীত)

ছোট বোন অর্পিতা খানের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই গুঞ্জন চলছে ভগ্নিপতি আয়ুশ শর্মাকে খুব শিগগিরই বলিউডে নিয়ে আসছেন সালমান খান। এবার শোনা যাচ্ছে, এই অভিনেতার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আয়ুশ।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোয় প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ‘রাত বাকি’ নামে একটি ছবির মাধ্যমে বলিউডে পা রাখবেন সালমানের ভগ্নিপতি আয়ুশ। আর এতে একসঙ্গে জুটিবদ্ধ হবেন আয়ুশ-ক্যাটরিনা।

ছবিটি পরিচালনা করবেন আদিত্য ধর ও প্রযোজনা করবেন করণ জোহর।

‘রাত বাকি’ ছবির জন্য প্রথমে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে নির্বাচন করা হয়েছিলো। কিন্তু ভারতে ওই দেশের অভিনেতা নিষিদ্ধ থাকায় তাকে বাদ দেওয়া হয়। শোনা যাচ্ছে, ছবিটির সহ-প্রযোজক সালমান খান।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ২৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।