ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

আমরা যে বেঁচে আছি এজন্য ঈশ্বরকে ধন্যবাদ: সানি লিওন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৯, জুন ১, ২০১৭
আমরা যে বেঁচে আছি এজন্য ঈশ্বরকে ধন্যবাদ: সানি লিওন সানি লিওন (ছবি: সংগৃহীত)

অল্পের জন্য বিমান দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফিরলেন বলিউড অভিনেত্রী সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার দম্পতি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সানি।

এ প্রসঙ্গে ‘জিসম টু’খ্যাত এই তারকা জানান, ‘আমরা যে বেঁচে আছি এজন্য ঈশ্বরকে ধন্যবাদ। খারাপ আবহাওয়ার জন্য আমাদের প্লেন প্রায় ভেঙে পড়ে যাচ্ছিলো।

ঈশ্বরকে ধন্যবাদ। এখন বাড়ি ফিরছি। ’

এর আগে বুধবার (৩১ মে) সকালেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান শাহরুখ খানও। মুম্বাইয়ের ফিল্ম স্টুডিওতে একটি ছবির শুটিং চলাকালীন আচমকাই ভেঙে পড়ে ছাদ। সেসময়ে সেটেই উপস্থিত ছিলেন কিং খান। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।