ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

বিনোদন

জিন্সের প্যান্ট ছিঁড়ে খাচ্ছেন সালমান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৫, জুন ২, ২০১৭
জিন্সের প্যান্ট ছিঁড়ে খাচ্ছেন সালমান (ভিডিও) সালমান খান (ছবি: সংগৃহীত)

স্টাইল অথবা অভিনয়শৈলী সব ক্ষেত্রেই আলাদা বলিউড সুপারস্টার সালমান খান। এমনকি নিজের ছন্দে চলাতেই বিশ্বাসী ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এই তারকা। সম্প্রতি জনসম্মুখে এমন এক অদ্ভূত কাণ্ড ঘটিয়েছেন যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ফলে তিনি এখন বনে গেছেন সকলের হাসির পাত্র।

সম্প্রতি ‘টিউবলাইট’-এর প্রচারণা অনুষ্ঠানে গিয়েছিলেন সালমান। সবকিছু ঠিকঠাক চলছিলো।

কিন্তু হঠাৎ করেই নিজের পরনের জিন্সের প্যান্ট থেকে সুতা ছিঁড়তে শুরু করলেন জনপ্রিয় এই অভিনেতা। এই পর্যন্ত তাও ঠিক ছিলো। এরপর সবাইকে অবাক করে আঙুল দিয়ে সুতাটি গোল্লা পাকিয়ে মুখে দিয়ে চিবুতে শুরু করলেন!

পরে সালমানের সুতা চিবুনোর সেই ভিডিও ছড়িয়ে পড়ে অন্তর্জাল দুনিয়ায়। অনেকেই বলতে শুরু করেছেন ‘‘সালমান হয়তো একঘেয়েমি বোধ করছিলেন, তাই এমনটা করেছেন। ’’ আবার কারও মত, ‘তার হয়তো ক্ষিদে পেয়েছিলো। ’ কেউ রসিকতা করে মন্তব্য করছেন, ‘‘এটা বোধহয় বিইং হিউম্যানের ভোজ্য জিন্স। ’’

সালমানের জিন্স প্যান্ট খাওয়ার ভিডিও

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুন ০২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।