ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

বিনোদন

বিশেষ দুই গানে ইমরানের ঈদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, জুন ৩, ২০১৭
বিশেষ দুই গানে ইমরানের ঈদ ইমরান, ছবি: সংগৃহীত

চিকন গুনিয়া জ্বরে ভুগেছেন কয়েকদিন। এখনও পুরোপুরি সুস্থ হননি জনপ্রিয় গায়ক ইমরান। এরই মধ্যে ভক্তদের সুখবর দিয়েছেন। ঈদে একসঙ্গে দুটি বিশেষ গান প্রকাশ হতে যাচ্ছে তার। এ নিয়ে উচ্ছ্বসিত হালের ক্রেজ ইমরান।

শনিবার (৩ জুন) ইমরান বাংলানিউজকে বললেন, ‘এবারের ঈদ উৎসবে একসঙ্গে দুটি বিশেষ গান প্রকাশ পাচ্ছে আমার। গান দুটি নিয়ে আমি বেশ রোমাঞ্চিত।

শুধু গানই নয়, ভিডিওতেও চমক আছে। ’

ইমরান জানান,  ‘লাগে বুকে লাগে’ শিরোনামের গানটিতে তার সহশিল্পী ভারতের অন্বেষা দত্ত। প্রথমবারের মতো একসঙ্গে গাইছেন তারা। আর ‘আমার ইচ্ছে কোথায়’ গেয়েছেন একাই। ১০ জুন এর দৃশ্যধারণ হবে, তৈরি করবেন চন্দন রয় চৌধুরী। গানগুলোর সুর-সংগীতায়োজনেও থাকছেন শিল্পী নিজেই। এগুলো লিখেছেন জুলফিকার রাসেল।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।