ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

বিনোদন

হিন্দিতে ফরিদা পারভিনের লালনগীতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, জুন ৪, ২০১৭
হিন্দিতে ফরিদা পারভিনের লালনগীতি বিশিষ্ট কণ্ঠশিল্পী ফরিদা পারভিন/ফাইল ছবি

বিশিষ্ট কণ্ঠশিল্পী ফরিদা পারভিন আগেও হিন্দি ভাষায় লালন ফকিরের গান গেয়েছেন। ৮০-এর দশকের শুরুর দিকে সেই গানগুলো বের হয়েছিলো ক্যাসেট আকারে। এবার হিন্দিতে গাওয়া তার কণ্ঠের লালনগীতি এলো ডিভিডিতে। ভারতে আয়োজন করে প্রকাশ হলো সেই অ্যালবাম।

মুচকুন্দ দুবের অনুবাদে ৩ জুন রাষ্ট্রপতি ভবনে ‘লালন শাহ ফকির কি গীত’ নামে হিন্দি বইয়ের মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। একই অনুষ্ঠানে ফরিদা পারভিনের কণ্ঠে হিন্দি লালনগীতির ডিভিডির মোড়ক উন্মোচন করা হয়।

রাষ্ট্রপতি এমন কাজের জন্য প্রফেসর মুচকুন্দ দুবেকে অভিনন্দন জানান।  

ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ও বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার প্রফেসর মুচকুন্দ দুবের অনুবাদে দ্বিতীয়বারের মতো লালনের হিন্দি অনুদিত গান কণ্ঠে তুলেছেন ফরিদা পারভিন।  

ভিন্ন ভাষায় লালনের বাণী ছড়িয়ে দেওয়ার উদ্দেশে এমন উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ‘পৃথিবীজুড়ে যা চলছে, সেই আবহে লালন আজ বড়ই প্রাসঙ্গিক। ’

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।