ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

বিনোদন

যখন ইচ্ছে উপভোগ করুন ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৪, জুন ৫, ২০১৭
যখন ইচ্ছে উপভোগ করুন ওয়েব সিরিজ ‘আমি ক্রিকেটার হতে চাই’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন ঈশিকা খান, মেহরাব হোসেন অপি ও আফরান নিশো

টেলিভিশনের পর্দায় নাটক দেখার প্রতি দর্শকের আগ্রহ কমছে। এর পেছনে নানা কারণ আবিস্কার করেছেন সংশ্লিষ্টরা। বিকল্প উপায়ে ঠিকই নাটক পৌঁছে যাচ্ছে দর্শকের কাছে। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো ওয়েব সিরিজ প্রচার হতে যাচ্ছে ঈদুল ফিতরে। 

ভারতসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশে অনলাইনভিত্তিক নাটক বা অনুষ্ঠানের চাহিদা বাড়ছে। শুধু অনলাইনের জন্য নির্মিত এসব ধারাবাহিক নাটকের নাম দেওয়া হয়েছে ‘ওয়েব সিরিজ’।

বাংলাদেশের দর্শকদের কাছে এই ধারাটি এখনও তেমন পরিচিত নয়। ব্যস্ততার কারণে অনেকে যথা সময়ে টিভি সেটের সামনে বসতে পারেন না। সেসব দর্শক নিজের সুবিধা মতো সময়ে দেখে নেবেন ওয়েব সিরিজের পর্বগুলো।  

ওয়েব সিরিজ ভাবনার বাস্তবায়ন ঘটাতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। আসছে ঈদে তাদের ইউটিউব চ্যানেলে দর্শকরা উপভোগ করতে পারবেন দেশের প্রথম ক্রিকেটকেন্দ্রিক ওয়েব সিরিজের স্বাদ।  

ঈদের ৭ দিন সন্ধ্যা ৭টায় সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে সাত পর্বের ওয়েব সিরিজ ‘আমি ক্রিকেটার হতে চাই’। এটি তৈরি করেছেন মাবরুর রশীদ বান্নাহ। তারই চিত্রনাট্যে এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো ও ঈশিকা খান। আর বিশেষ চমক হিসেবে থাকছেন সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি।

বান্নাহ বলেন, ‘ক্রিকেট নিয়ে দেশের প্রথম ওয়েব সিরিজ। সে হিসেবে অনেক চাপ নিয়ে কাজটি করেছি। চেষ্টা করেছি বিশেষ কিছু করতে। সবসময় মাথায় রেখেছি অনলাইন দর্শকদের আগ্রহের উপর জোর দিতে। আশা করছি কাজটি দেখে মজা পাবেন। পুরো গল্পটি ক্রিকেটকেন্দ্রিক। তবে এর মধ্যে প্রেম, মজা, বিরহ এবং ম্যাসেজ- সবই থাকছে। ’ 

ঈশিকা খান জানান, নাটকে এক ক্রিকেটপাগল মেয়েকে মুগ্ধ করতে এক ছেলের ক্রিকেটার হওয়ার গল্প দেখা যাবে। ক্রিকেট খেলা শিখতে গিয়ে নানা ধরনের উদ্ভট সব কাণ্ড ঘটবে এই ওয়েব সিরিজে।  

প্রথম ওয়েব সিরিজে অভিনয় করা প্রসঙ্গে ক্রিকেটার অপি বলেন, ‘কাজটি করে বেশ আনন্দ পেয়েছি। আমি আগেও বিভিন্ন টিভি নাটকে অভিনয় করেছি। তবে এটি শুধু অনলাইনে প্রচার হবে জেনে- রোমাঞ্চিত হয়েছি। এতে আমাকে দেখানো হবে বর্তমান সময়ের একজন ক্রিকেটার হিসেবে। কাজটি ভালো হয়েছে। ’

মোশন রকের কারিগরি সহায়তায় সিএমভির ব্যানারে নির্মিত এই ওয়েব সিরিজটি সিএমভির ইউটিউব চ্যানেল ছাড়াও একই সময়ে অনলাইনে অবমুক্ত হচ্ছে বাংলাফ্লিক্স অ্যাপ-এ।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।