ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

বিনোদন

কত্থক নাচ শিখছেন আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১১, জুন ৫, ২০১৭
কত্থক নাচ শিখছেন আলিয়া আলিয়া ভাট

নিজেকে আরও প্রস্তুত করার জন্য অভিনয়ে ক’দিনের বিরতি চাইছিলেন আলিয়া ভাট। মার্চে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ মুক্তির পর থেকে সেটি বাস্তবায়ন শুরু করেছেন তিনি। 

‘ড্রাগন’ আর ‘গুল্লি বয়’ ছবির কাজ শুরুর আগে কয়েকটি কাজে তা পাকাচ্ছেন ভাটকন্যা। এর মধ্যে আছে রান্না করা ও পিয়ানো বাজানো শেখা।

কিন্তু তাতেও সন্তুষ্ট নন আলিয়া। তাইতো এবার শুরু করেছেন কত্থক নৃত্য শেখার প্রশিক্ষণ!  

২৪ বছর বয়সী নায়িকা আলিয়ার একটি সূত্র বলছে, ‘এক মাস ধরে একজন প্রশিক্ষক কত্থক নাচের ক্লাস নিচ্ছেন। রিহার্সেল স্টুডিওতে তার সময় ভালোই কাটছে। ’

আলিয়ার ‘ড্রাগন’ ছবির কাজ এরই মধ্যে শুরু হবে। এই ছবির প্রয়োজনেই কত্থক শিখছেন তিনি। ছবিটিতে আলিয়ার নায়ক রণবীর কাপুর। ‘ড্রাগন’ তৈরি করবেন অয়ন মুখার্জি।  

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।