ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সৌমিত্র অনন্য উচ্চতায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জুন ১০, ২০১৭
সৌমিত্র অনন্য উচ্চতায় সৌমিত্র চট্টোপাধ্যায়

১৯৮৭ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরঁ ভারতের কলকাতা শহরে এসে সত্যজিৎ রায়ের হাতে তুলে দিয়েছিলেন ‘লেজিয়ঁ দ’ নর’ পুরস্কার। ৩০ বছর পর সেই ‘লেজিয়ঁ দ’ নর’-ই এবার পেতে যাচ্ছেন সত্যজিতের প্রিয় নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়।

‘বাঙালি অভিনেতা হিসেবে আমার কাজ যে আন্তর্জাতিক মানুষজনের মন ছুঁয়েছে, সেটাই আমার কাছে প্রাপ্তি’— ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে পুরস্কারপ্রাপ্তির খবরে এমন অনুভূতি জানিয়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র।

ছবির দেশ ও কবিতার দেশ থেকে আসা এই পুরস্কার এর আগে পেয়েছিলেন রবিশঙ্কর, মৃণাল সেনসহ অনেকে।

পদ্মশ্রী, পদ্মভূষণের মতো এই ফরাসি সম্মাননাও নাইট, অফিসার, কমান্ডার, গ্র্যান্ড ক্রস প্রভৃতি ভাগে বিভক্ত। সৌমিত্র পুরস্কার পাচ্ছেন কমান্ডার বিভাগে।

‘যে সময়ে ছবির কাজ শুরু করেছি, তার আগে থেকেই ফরাসি দেশের শিল্প, সাহিত্য মুগ্ধ করতো আমাকে। সে দেশের কবি, চিত্রকর, চলচ্চিত্রকার, ঔপন্যাসিক, নাট্যকারদের শিল্পকর্মে বুঁদ হয়ে থাকতাম’— জানালেন সৌমিত্র।

পুরস্কারপ্রাপ্তির এই সময়টাতে ব্যক্তিগতভাবে ভালো নেই গুণী এই অভিনেতা। কারণ দুর্ঘটনায় আহত তার নাতি রণদীপ এখনও হাসপাতালে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।