সংগীতশিল্পী সুজিত মুস্তাফা, আলম আরা মিনু, হাসান, এস আই টুটুল, শফিক তুহিন, উপস্থাপক খন্দকার ইসমাইলসহ অনেকেই ‘নো ভ্যাট অন মেডিটেশন’ লেখা সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে স্থিরচিত্র শেয়ার করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা এই দাবি জানাচ্ছেন সরকারের কাছে।
১০ জুন বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে শফিক তুহিন বলেন, ‘মেডিটেশনের ওপর ভ্যাট ধার্য করায় আমরা কিছুটা বিস্মিত। এটি ব্যক্তির আত্ম-উন্নয়নের জন্য জরুরি ব্যাপার। যে কারোর জন্যই এটি উপকারী। আত্মশুদ্ধির এমন একটি কাজে সবাইকে উৎসাহিত করা দরকার। সেখানে ভ্যাট আরোপ করার বিষয়টি আমাদের আশাহত করেছে। আমরা প্রত্যাশা করবো, মেডিটেশনের ওপর থেকে অচিরেই ভ্যাটের বোঝা তুলে নেওয়া হবে। ’
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এসও