আশিক কোনো মেয়েকে ভালো লাগে তার সঙ্গে প্রেম করার জন্য মরিয়া হয়ে ওঠে। এ কারণে ঘন ঘন প্রেমিকা বদলে যায়।
আশিকের এই চরিত্র এলাকার সব মেয়ের কাছে উন্মোচিত হয়ে যায়। সাবেক প্রেমিকারা প্রতিশোধ নিতে কান ধরিয়ে ছবি তুলতে বাধ্য করে আশিককে। এরপর সেই ছবি ফেসবুকে তুলে দেওয়া হয় আশিকের শাস্তিস্বরূপ। সবাই ছিঃ ছিঃ করতে থাকে ছেলেটিকে। মনের দুঃখে সে যায় আত্মহত্যা করতে— এমন কাহিনি নিয়ে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘হরেক রকম প্রেম’। এতে আশিক চরিত্রে দেখা যাবে মীর সাব্বিরকে। রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক।
নির্মাতা জানান, হাস্যরসাত্মক নাটকটির মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে। তা হলো, প্রেমের রকমফের হয় না। প্রেম একরকমই হয়।
মীর সাব্বিরের পাশাপাশি ‘হরেক রকম প্রেম’-এ আরও অভিনয় করেছেন ডলি জহুর, নাজিরা মৌ, স্পর্শীয়া, স্বরণ সাহা, স্নিগ্ধা, নুরুজ্জামান লাবু, পলাশ খান, বিপাশা সাহা প্রমুখ। ঈদের আগের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটি প্রচার হবে এটিএন বাংলায়।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুন ১২, ২০১৭
এসও