ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

বিনোদন

প্রেমিকার কারণে…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, জুন ১২, ২০১৭
প্রেমিকার কারণে… ক্যাটরিনা কাইফ, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

তাদের প্রেম নিয়ে নতুন করে বলার কিছু নেই। একবার নয়, বহুবার জনসম্মুখে প্রেম নিয়ে কথা বলেছেন তারা। কিন্তু এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউ। কথা হচ্ছে বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে।

শোনা যাচ্ছে, প্রেমিকা দীপিকার জন্যই না-কি ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরেয়ে দিয়েছেন ‘রামলীলা’খ্যাত এই তারকা। সম্প্রতি একাধিক ভারতীয় গণমাধ্যমে এমনটাই জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, খুব শিগগিরই নতুন ছবির কাজ শুরু করবেন ‘বার বার দেখো’খ্যাত পরিচালক নিত্য মেহরা। যেখানে প্রধান চরিত্রে থাকছেন ক্যাটরিনা। ছবিতে ক্যাটের বিপরীতে অভিনয়ের জন্য রণবীরকে প্রস্তাব দিয়েছিলেন নিত্য। কিন্তু প্রেমিকা দীপিকা পাড়ুকোনের জন্য না-কি সম্মতি দেননি রণবীর!

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুন ১২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।