ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কেমন যাবে শখের ঈদ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
কেমন যাবে শখের ঈদ? শখ

নাটক, টেলিছবি, বিজ্ঞাপনচিত্র— তিন মাধ্যমেই সরব জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবীর শখ। এর মধ্যে নতুন বিজ্ঞাপনচিত্র নিয়ে উচ্ছ্বসিত তিনি। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাওডারের বিজ্ঞাপনটি এরই মধ্যে প্রচার শুরু হবে।

এবারও ঈদের জমজমাট সব নাটক-টেলিছবিতে থাকছেন শখ। কিছুদিন ধরে উত্তরা-ঢাকা-পুবাইল করে বেড়াচ্ছেন তিনি।

শুটিং নিয়েই যতো ব্যস্ততা।  

ঈদুল ফিতরে বিভিন্ন টেলিভিশনে প্রচার হতে যাচ্ছে শখ অভিনীত কিছু নাটক। সংখ্যায় ডজন ছাড়িয়ে যাবে। এর মধ্যে সিক্যুয়েল নাটক ও সাত পর্বের ধারাবাহিক অন্যতম। আরেকটি কারণে এই ঈদটি বিশেষ হতে যাচ্ছে শখের কাছে। সেটি হলো শখের মডেলিংয়ে বড় আয়োজনের একটি বিজ্ঞাপনচিত্র প্রচার শুরু হবে এরই মধ্যে।  

ঈদে বৈচিত্র্য নিয়ে টিভিপর্দায় থাকছেন শখ। প্যাপিরাস কমিউনিকেশনের তত্ত্বাবধানে হাসান তৌফিক অংকুরের পরিচালনায় নতুন বিজ্ঞাপনচিত্রে এবার ভক্তদের নাচ-গানে মাতাবেন তিনি। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডারের টিভিসিতে শখের সহশিল্পী এবিএম সুমন। পণ্যটি বাজারে এনেছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড।  

শখ বলেন, ‘ঈদের নাটকের ভিড়ে নাচে-গানে ভরপুর রঙিন এই বিজ্ঞাপনটি আলাদা মাত্রা যোগ করবে। আশা করছি দর্শকরা বিনোদন পাবেন। ’ 

এদিকে হাফডজন ঈদ ধারাবাহিকে অভিনয় করেছেন এ তারকা অভিনেত্রী। শখ অভিনীত অধিকাংশ নাটকই সিক্যুয়েল। এগুলোর প্রথম কিস্তি গত ঈদে প্রচার হয়েছিলো। এর মধ্যে আছে সাগর জাহানের ‘অ্যাভারেজ আসলাম ইজ নট ব্যাচেলর’, (বাংলাভিশন), বেঙ্গল সমিতি (মাছরাঙা) ‘নসু ভিলেন’ (এটিএন বাংলা) নামের তিনটি নাটক। প্রথম দুটিতে তার বিপরীতে রয়েছেন মোশাররফ করিম। আর ‘নসু ভিলেন’-এ তিনি অভিনয় করছেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। এর বাইরে খণ্ড নাটকতো রয়েছেই।  

মি. হোয়াইট ডিটারজেন্ট পাওডারের বিজ্ঞাপনে এবিএম সুমন ও শখঈদের কাজ প্রসঙ্গে শখ বলেন, ‘আমার কোনো নাটকের গল্প একঘেয়ে লাগার মতো নয়। সবকটিতেই ভালো লাগার মতো উপাদান রয়েছে। আশা করছি ঈদে দর্শকের বিনোদনের বাড়তিমাত্রাই যোগ করবে নাটকগুলো। ’ 

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।