ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

বিনোদন

নায়িকা থেকে গায়িকা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, জুন ২৯, ২০১৭
নায়িকা থেকে গায়িকা ঐশ্বরিয়া ঐশ্বরিয়া রাই বচ্চন ছবি: সংগৃহীত)

নায়িকারা কখনও কখনও গায়িকার ভূমিকা পালন করেন। বলিউডে এই ট্রেন্ড নতুন নয়। প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর ও পরিণীতি চোপড়ার পর এবার এ তালিকায় নাম লেখাতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরার ‘ফ্যানি খান’ ছবিতে গান গাইতে শোনা যাবে বচ্চনবধূকে। এরই মধ্যে নায়িকা থেকে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করবেন ঐশ্বরিয়া।

তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি অ্যাশ।

এ প্রসঙ্গে ছবির সহ-প্রযোজক প্রেরণা অরোরা বলেন, “ছবিতে ঐশ্বরিয়াকে দেখে সকলে চমকে যাবেন। ‘জাজবা’ এবং ‘সর্বজিত্’-এ প্রাক্তন এই বিশ্ব সুন্দরীকে যে সিরিয়াস চরিত্রে দেখা গিয়েছে তার থেকে একেবারে আলাদা ভাবেদেখা যাবে তাকে। ’’

‘ফ্যানি খান’ ছবিতে ঐশ্বরিয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন অনিল কাপুর। এ ছবির মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর আবার একসঙ্গে জুটিবদ্ধ হবেন ঐশ্বরিয়া-অনিল।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।