ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুধীন দাশ স্মরণে ফেরদৌস আরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
সুধীন দাশ স্মরণে ফেরদৌস আরা সুধীন দাশ ও ফেরদৌস আরা (ছবি: সংগৃহীত)

সদ্যপ্রয়াত সংগীতজ্ঞ, স্বরলিপিকার ও নজরুল গবেষক সুধীন দাশ স্মরণে অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ফেরদৌস আরা। 

একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুধীন দাশ গান গাওয়ার পাশাপাশি সুর করেছেন, সংগীত পরিচালনা করেছেন, সংগীত নিয়ে করেছেন গবেষণা। কাজী নজরুল ইসলামের গানের স্বরলিপি তৈরি করেছেন তিনি।

সুধীন দাশের সান্নিধ্যে সংগীতজগতে প্রতিষ্ঠা পেয়েছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম ফেরদৌস আরা।  

ফেরদৌস আরা জানান, তার 'একক কণ্ঠে হাজার গান' অ্যালবামের তত্ত্বাবধানে ছিলেন সুধীন দাশ। এরই মধ্যে এর সাতটি খণ্ড বের হয়েছে। হঠাৎ না ফেরার দেশে চলে গেছেন তিনি। অ্যালবামের পরের খণ্ডটি প্রকাশ হবে সুধীন দাশ স্মরণে।  

নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা বাংলানিউজকে বলেছেন, “আমার গানের স্কুল 'সুরসপ্তক'-এর অভিভাবক হিসেবেও সুধীন দাশকে পেয়েছিলাম। তার হাত ধরেই স্কুলের যাত্রা শুরু হয়েছিলো। তিনি আমাকে খুব স্নেহ করতেন। আজকের ফেরদৌস আরা হয়ে ওঠার পেছনে এই মানুষটির অবদান অনেক। তাকে শ্রদ্ধা জানাতেই অ্যালবামটি উৎসর্গ করা হবে। ’ 

ফেরদৌস আরা আরও জানান, ‘সুরসপ্তক’ থেকে স্মরণসভা করা হয়েছে। গুণী এই শিল্পীর স্মরণে বিভিন্ন টিভি অনুষ্ঠানে কথা বলছেন তিনি। ৮ জুলাই চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানেও প্রাধান্য দেওয়া হবে সুধীন দাশের সৃষ্টি ও কর্মকে।    

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।