ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

না ফেরার দেশে সুমিতা সান্যাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
না ফেরার দেশে সুমিতা সান্যাল সুমিতা সান্যাল (ছবি: সংগৃহীত)

না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেত্রী সুমিতা সান্যাল। রোববার (৯ জুলাই) সকালে লেক গার্ডেন্সের বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

১৯৪৫ সালে দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন সুমিতা সান্যাল। তার আসল নাম মঞ্জুলা সান্যাল।

‘খোকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন মঞ্জুলা। তবে সেসময় তার নামটি পছন্দ হয়নি পরিচালক বিভুতি লাহারের। তাই সেটি পরিবর্তন করে রাখা হয় সুচরিতা। পরবর্তীকালে সেই নামকে আবারও পাল্টে দেন পরিচালক কণক মুখোপাধ্যায়। তার নামকরণ করা হয় সুমিতা। আর এই নামেই বলিউড থেকে টলিউডে জনপ্রিয়তা পান সুমিতা সান্যাল।

তিন দশক ধরে টলিউডে ও বলিউডে চুটিয়ে অভিনয় করেছিলেন এই দাপুটে অভিনেত্রী। তার অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘কুহেলি’, ‘সাগিনা মাহাতো’, ‘নায়ক’, ‘আনন্দ’। ‘সাগিনা মাহাতো’ ছবিতে তাকে দেখা গিয়েছিলো দিলীপ কুমারের বিপরীতে।

হিন্দি ছবির মধ্যে উল্লেখযোগ্য ‘গুড্ডি’। যেখানে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তবে শুধু বড়পর্দা নয় ছোটপর্দাতেও অভিনয় করেছেন সুমিতা। পাশাপাশি তিনি যুক্ত ছিলেন থিয়েটারের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।