ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

তারার দেশ থেকে জোছনায় বিশ্বজিৎ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৭, সেপ্টেম্বর ১২, ২০১৭
তারার দেশ থেকে জোছনায় বিশ্বজিৎ (ভিডিও) কুমার বিশ্বজিৎ (ছবি: বাংলানিউজ)

ঈদের আগে বের হয়েছিলো ‘তারার দেশ’ শিরোনামের গান-ভিডিও। জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ এবার প্রকাশ করলেন আরেকটি নতুন গান। এর নাম ‘জোছনার বর্ষণে’। 

মঞ্চ পরিবেশনা, অডিও অ্যালবাম কিংবা চলচ্চিত্রের গান— সরখানে সরব উপস্থিতি তার। কয়েক দশক ধরে একইভাবে শ্রোতাদের মুগ্ধ করছেন কুমার বিশ্বজিৎ।

তাইতো যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রকাশ করছেন নিত্যনতুন মিউজিক ভিডিও। এরই সবশেষ উদাহরণ ‘জোছনার বর্ষণে’।  

তারিক তুহিনের লেখা গানটির সুর করেছেন আহম্মেদ হুমায়ুন আর সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। ১১ সেপ্টেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় গানটির ভিডিও। ভিডিও তৈরি করেছেন চন্দন রয় চৌধুরী। এতে মডেল হয়েছেন লিয়ানা লিয়া ও তারেক।  

‘জোছনার বর্ষণে’ নিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘গানটির কথা আর সুরে সরল প্রেম রয়েছে। সুন্দর একটি রোমান্টিক গান। একটু ভিন্ন স্টাইলে করা হয়েছে ভিডিওটি। আশা করি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। ’

এদিকে ঈদের আগে প্রকাশিত ‘তারার দেশ’ গানটি ছিলো কুমার বিশ্বজিতের ‘তিলোত্তমা’ অ্যালবামের। এটি প্রকাশ করেছিলো বাংলা ঢোল।  

* ‘জোছনার বর্ষণে’ গানের ভিডিও: 

* ‘তারার দেশে’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।