মোস্তফা সরয়ার ফারুকীর এই ছবিতে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনের ‘বিতর্কিত ঘটনা’ তুলে ধরা হয়েছে বলে যে অভিযোগ ছিলো, সেটি পাশ কাটিয়ে বিবেচনা করলে এটি একটি আকর্ষণ জাগানিয়া ছবি। বড়পর্দায় ‘ডুব’ দেখার আগ্রহ যেন অনেকাংশেই বাড়িয়ে দিচ্ছে এই ট্রেলার।
বাংলাদেশসহ ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ‘ডুব’ মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, কলকাতার পার্ণো মিত্র, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ। ছবিটি প্রযোজনায় থাকছে জাজ মাল্টিমিডিয়া, ইরফান খান ও কলকাতার এসকে মুভিজ।
তথ্য মন্ত্রণালয় ও সেন্সরবোর্ড বিভিন্ন রকম যাচাই-বাছাই শেষে পাঁচটি দৃশ্য কাট-ছাঁট শেষে ৮ আগস্ট ছাড়পত্র দেয় ‘ডুব’কে। দেশে বিতর্ক তৈরি করলেও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও পুরস্কার পেয়েছে ছবিটি।
* ‘ডুব’-এর ট্রেলার:
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এসও