‘গোলমাল অ্যাগেইন’ ছবির কলাকুশলীরা (ছবি: সংগৃহীত)
বলিউডের কমেডিধর্মী সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ‘গোলমাল’ অন্যতম। আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে এর চতুর্থ কিস্তি ‘গোলমাল অ্যাগেইন’। এরই মধ্যে পঞ্চম কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক রোহিত শেঠি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রোহিত জানান, “অবশ্যই আমরা এর পঞ্চম কিস্তি নির্মাণ করবো। তবে এজন্য প্রয়োজন ভালো চিত্রনাট্যের।
২০১০ সালে মুক্তি পেয়েছিলো ‘গোলমান থ্রি’। এরপর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন কেনো এর চতুর্থ কিস্তি ‘গোলমাল অ্যাগেইন’ নির্মাণের জন্য সাত বছর সময় নিয়েছি। তখন জবাবে আমি বলেছিলাম, সঠিক চিত্রনাট্যের অপেক্ষায় ছিলাম। কেননা আমি শুধু ছবি বাননোর জন্য ছবি তৈরি করি না। ”
প্রতিবারের মতো ‘গোলমাল অ্যাগেইন’-এ এবারও দেখা যাবে অজয় দেবগণ, আরসাদ ওয়ারসি, তুষার কাপুর, কুনাল খেমু ও শ্রেয়াস তালপাড়ে। তবে এবার নতুনভাবে যুক্ত হয়েছেন টাবু ও পরিণীতি চোপড়া।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
বিএসকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।