ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় আলি ফজল, সঙ্গে রানী ভিক্টোরিয়া 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
ঢাকায় আলি ফজল, সঙ্গে রানী ভিক্টোরিয়া  আলি ফজল ও জুডি ডেঞ্চ একসঙ্গে অভিনয় করেছেন ‘ভিক্টোরিয়া ও আবদুল’ ছবিটিতে

বলিউড অভিনেতা আলি ফজল আসছেন ঢাকায়। সশরীরে নয়, ‘খামোশিয়া’খ্যাত এই তারকার নতুন ছবি মুক্তি পাচ্ছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। রানী ভিক্টোরিয়ার সঙ্গে দাস আবদুল করিমের (আলি ফজল) বন্ধুত্ব নিয়ে কৌতূহলের জবাব মিলবে ছবিটিতে।

স্টিফেন ফ্রেয়ার্সের পরিচালনায় ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ ছবিতে দেখা যাবে তাদের জীবনের কিছু অজানা ঘটনা। রানী ভিক্টোরিয়া ও আবদুল করিমের গল্প নিয়ে ২০১০ সালে ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল: দ্য ট্রু স্টোরি অব দ্য কুইন ক্লোজেস্ট’ নামে একটি বই প্রকাশ করেন ভারতীয় লেখিকা শ্রাবণী বসু।

সেই বই থেকেই তৈরি হয়েছে এ চলচ্চিত্র। এতে ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করেছেন বৃটিশ অভিনেত্রী ৮২ বছর বয়সী জুডি ডেঞ্চ। আর আবদুল করিমের চরিত্রে আছে ৩০ বছরের আলি ফজল। আলোচিত এ ছবি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পর এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। ৬ অক্টোবর থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ দেখতে পাবেন দর্শকরা। এর আগে ৪ অক্টোবর সন্ধ্যায় ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।  
 
১৮৮৭ সালে সুদর্শন আবদুল করিম যখন প্রথম ইংল্যান্ডে পা রাখেন, তখন তার বয়স ২৪ বছর। সে বছর রানী ভিক্টোরিয়ার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তৎকালীন ব্রিটিশ ভারত থেকে যে দু’জন সহকারি নেওয়া হয়েছিলো আবদুল করিম ছিলেন তাদের একজন। কিছুদিনের মধ্যেই রানীর প্রিয়ভাজন হয়ে ওঠেন তিনি। রানী যখন  কোথাও ভ্রমণে যেতেন, তখন তার পরিবার এবং রাজপ্রতিনিধিদের আপত্তি সত্ত্বেও আবদুল করিমকে সঙ্গে নিয়ে যেতেন। রানীর সঙ্গে তার এই অপ্রত্যাশিত সুসম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজপরিবারের অনেকে। এ নিয়ে অনেক গুঞ্জন ডাল-পালা মেলে।  

ছবি: সংগৃহীতভিক্টোরিয়ার পুত্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি। শোনা যায়, রানীর মৃত্যুর পর করিমের সঙ্গে তার প্রেমকাহিনির সমস্ত প্রমাণ নিশ্চিহ্ন করে দিতে স্থিরচিত্র, চিঠি জ্বালিয়ে দিয়েছিলেন তার ছেলে। কিন্তু সত্যিকে চাপা দেওয়া তো খুব সহজ কাজ নয়। তাদের সম্পর্কের কথা পরবর্তীকালে জানা যায় আবদুল করিমের একটি ডায়েরি থেকে। ১৯০১ সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ভারতে পাঠিয়ে দেওয়া হয় আবদুল করিমকে। এর পর বাকি জীবন তিনি আগ্রার কাছে একটি জায়গায় নিভৃতে বসবাস করেন, তার জন্য এ জায়গাটির বন্দোবস্ত করে দিয়ে যান স্বয়ং রানী ভিক্টোরিয়া। ১৯০৯ সালে ৪৬ বছর বয়েসে মৃত্যুবরণ করেন আবদুল করিম।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।