ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

ধর্ষক অর্জুন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৪, অক্টোবর ৮, ২০১৭
ধর্ষক অর্জুন! অর্জুন কাপুর (ছবি: সংগৃহীত)

মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হলো ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম। যেখানে তারকাদেরও মুহূর্তের মধ্যে যা তা বলে দিতে পারেন নাম না জানা সাধারণ মানুষ। কিন্তু কখনও কখনও সেই আক্রমণ শালীনতার সীমা ছাড়িয়ে যায়।

সম্প্রতি এমনই আক্রমণের শিকার হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক নারী ‘মুবারাকা’খ্যাত এই তারকার চেহারা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

ওই নারী লিখেছেন, অর্জুনকে দেখলে নাকি তার অপরাধী ও ধর্ষকের কথা মনে হয়।

এমন মন্তব্যে বেজায় চটে গিয়েছেন বনি কাপুরের ছেলে। জবাবে তিনি লিখেছেন, “এর থেকে নিম্নমানের বিতর্ক হয়েছে বলে তার জানা নেই..একজন নারী নির্লজ্জভাবে, অত্যন্ত স্বাভাবিকভাবে ধর্ষক শব্দটি ব্যবহার করছেন, এটি শুধু বিতর্ক নয়, এটি দুঃখজনক। ”

এদিকে, অর্জুনের জবাবের পর ইতিমধ্যে টুইটার থেকে পোস্টটি মুছে ফেলেছেন ওই নারী।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।