ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

তাকে নিয়ে আমি খুবই গর্বিত: হৃতিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২২, অক্টোবর ৮, ২০১৭
তাকে নিয়ে আমি খুবই গর্বিত: হৃতিক হৃতিক রোশন ও কঙ্গনা রণৌত (ছবি: সংগৃহীত)

গত বছর এক সংবাদ সম্মেলনে হৃতিক রোশনকে ‘সিলি এক্স’ অর্থাৎ ‘হীনমন্য প্রেমিক’ বলে সম্বোধন করেছিলেন কঙ্গনা রণৌত। এরপর বেরিয়ে এসেছিলো একের পর এক চাঞ্চল্যকর সত্যি। এ নিয়ে জলঘোলা হয়েছিলো ব্যাপক। এমনকি একে অপরকে আইনি নোটিস পর্যন্ত পাঠিয়েছিলেন তারা। প্রকাশ হয়েছিলো তাদের গোপনীয় মেইল। বিষয়টি নিয়ে মাঝে কিছুদিন চুপ থাকলেও আবার মুখ খুলতে শুরু করেছেন হৃতিক-কঙ্গনা।

সম্প্রতি কঙ্গনার বিষয়টি নিয়ে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেন হৃতিক। এবার একটি টিভি সাক্ষাৎকারেও এ বিষয়ে মুখ খুলেছেন বলিউডের এই অভিনেতা।

এসময় ‘কাহো না পেয়ার হ্যায়’খ্যাত এই তারকা জানান, কঙ্গনাকে নিয়ে গর্বিত তিনি।

এ প্রসঙ্গে হৃতিকের ভাষ্য, “তার সঙ্গে আমার প্রথম দেখা ২০০৮-২০০৯ সালে। তবে আমরা ভালো বন্ধু হতে পারিনি। ‘কাইট’ থেকে ‘কৃষ’ ছবির সময় পর্যন্ত আমার কাছে মনে হয়েছে তিনি খুবই পেশাদার একজন অভিনেত্রী। আমি সত্যিই তার জন্য গর্বিত। তিনি তার সংলাপ তৈরি করে আসতেন এবং আমার ছবির জন্য যা প্রয়োজন সব করতেন। একজন অভিনয়শিল্পীর কাছে আমার ছবির জন্য আর কী চাওয়ার থাকতে পারে। ”

যোগ করে তিনি আরও বলেন, “তাকে নিয়ে আমি খুবই গর্বিত। এ কথা তাকে আমি অনেকবার বলেছি। তিনি জানিয়েছেন, মানালিতে আমাকে একটি ছবিতে দেখে অনুপ্রাণিত হয়েছেন। আমি এটিকে প্রশংসা হিসেবেই নিয়েছি। ”

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।