ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্র হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে   

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
চলচ্চিত্র হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে   

ঢাকা: মহান মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোদের পরিচালিত ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ১৯৭১ এর সংঘবদ্ধ যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে।

চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন গিয়াসউদ্দিন সেলিম।
 
নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার (১২ অক্টোবর) ‘অপারেশন জ্যাকপট’ এর ওপর নির্মিতব্য চলচ্চিত্রের খসড়া স্ক্রিপ্টের বিষয়ে এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।


 
নৌমন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরও উপস্থিত ছিলেন।
 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা গবেষণা দলের সদস্য আ ক ম রইসুল হক বাহার, চলচ্চিত্র পরিচালক গিয়াসউদ্দিন সেলিম এবং নৌ কমান্ডো সাজেদুল হক চুন্নু।
 
নৌমন্ত্রী চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর সংগ্রাম, পরিকল্পনা ও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মহান মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা, নৌ কমান্ডোদের সাহসী ভূমিকার কথা সুন্দরভাবে উপস্থাপনের আহ্বান জানান।
 
বাঙালি জাতি ও বিশ্ববাসী এ চলচ্চিত্র দেখে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠে সে বিষয়ে কাজ করার আহ্বান জানান নৌমন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।