ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৪০ নাটকের পর আরিয়ানের প্রথম ধারাবাহিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
৪০ নাটকের পর আরিয়ানের প্রথম ধারাবাহিক ‘গল্পগুলো আমাদের’ নাটকের শিল্পী হাসান ইমাম, দিলারা জামান ও নির্মাতা আরিয়ান

আরিফিন শুভ-অর্ষা-ইশানার ‘তুমি আমি সে’ নাটক দিয়ে পরিচালনা শুরু করেছিলেন মিজানুর রহমান আরিয়ান। এটি ২০১২ সালের কথা। এরপর ৪০টি নাটক-টেলিছবি তৈরি করেছেন তিনি। সবশেষ উদাহরণ ‘বড় ছেলে’। এবার আরিয়ানকে প্রথমবারের মতো পাওয়া যাবে দীর্ঘ ধারাবাহিকে। 

চার প্রজন্মের মানুষের গল্প তুলে ধরা হবে আরিয়ানের প্রথম ধারাবাহিক নাটক ‘গল্পগুলো আমাদের’-এ। এরই মধ্যে শুটিং শুরু হয়েছে নাটকটির।

এতে বিভিন্ন প্রজন্মের প্রতিনিধিত্ব করবেন হাসান ইমাম, দিলারা জামান, ইন্তেখাব দিনার, নাদিয়া, অপূর্ব, তাসনুভা তিশা, তামিম মৃধা প্রমুখ। নাটকে যুক্ত হবেন আরও অনেকেই।  

নির্মাতা জানান, নাটকের গল্পের প্রয়োজনে টিশার্ট পরে অভিনয় করেছেন হাসান ইমাম ও দিলারা জামান। গল্পে দেখানো হবে তাদের সময়ের ভালোবাসার ধরন, গতি-প্রকৃতি, ভালোলাগা ও মন্দ লাগা। একইভাবে পরের তিন প্রজন্মের গল্পও থাকছে ধারাবাহিকটিতে।  

‘গল্পগুলো আমাদের’ নির্মাণ প্রসঙ্গে আরিয়ান বাংলানিউজকে বললেন, ‘একক নাটক-টেলিছবি তৈরি করতে করতেই চলে গেলো অর্ধযুগ। ধারাবাহিক বানানোর প্রস্তাব নিয়মিতই পাচ্ছি। সত্যি বলতে ধারাবাহিক বানানোর মতো গল্প পাচ্ছিলাম না। এবার সব মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছি। আশা করি, গল্পনির্ভর নাটকটি সবার কাছে উপভোগ্য মনে হবে। ’

আরিয়ানের গল্পভাবনায় নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন অবয়ব সিদ্দিকি মিডি। ‘গল্পগুলো আমাদের’-এ থাকবে একটি শীর্ষসংগীত। এটি লিখবেন ও গাইবেন মিনার রহমান, সংগীতায়োজন করবেন সাজিদ সরকার। এনটিভির জন্য নাটকটি প্রযোজনা করছেন ইরফান উল্লাহ (দৃক)।   

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।