ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

নওয়াজের বিরুদ্ধে দুই কোটি রুপির মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, নভেম্বর ১০, ২০১৭
নওয়াজের বিরুদ্ধে দুই কোটি রুপির মামলা নওয়াজুদ্দিন সিদ্দিকি (ছবি: সংগৃহীত)

অক্টোবরে বের হয়েছিলো বলিউড তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকির আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ: এ মেমোর’। যেখানে প্রাক্তন প্রেমিকাদের নিয়ে মন খুলে লিখেছিলেন তিনি। এরই খেসারত দিচ্ছে হচ্ছে গুণী এই অভিনেতাকে।

সুনীতা রাজওয়ারআত্মজীবনীতে নওয়াজ অভিযোগ করেন, প্রথম প্রেমিকা সুনীতার উচ্চাকাঙ্খার জন্যই ভেঙে গিয়েছিলো তাদের প্রেমের সম্পর্ক। প্রাক্তনকে নিয়ে এমন মন্তব্য করায় বেশ সমালোচিত হচ্ছেন নওয়াজ।

এর ফলে আত্মজীবনী তুলেও নিয়েছেন ৪৩ বছর বয়সী এই তারকা।

এখানেই শেষ নয়, প্রাক্তনদের নিয়ে বিশেষ করে সুনীতাকে নিয়ে করা মন্তব্য যেনো আরও একবার কাল হয়ে দাঁড়ালো নওয়াজের জীবনে। তার বিরুদ্ধে দুই কোটি রুপির মামলা দায়ের করেছেন সুনীতা রাজওয়ার।

ইতিমধ্যে নওয়াজের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

এ প্রসঙ্গে সুনীতার ভাষ্য, ‘তার (নওয়াজুদ্দিন সিদ্দিকি) এসব মন্তব্য আমাকে মৃত্যুর পথ বেছে নিতে ভাবিয়েছে। এমনকি আমার স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত ও সমাজে সম্মানহানি হয়েছে। যা আমার ক্যারিয়ারে প্রভাব ফেলবে। আর এ কারণেই আমি আইনি পদক্ষেপ নিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।