ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

টিপুর মেয়ে, শ্রাবণ্যর ছেলে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, নভেম্বর ১১, ২০১৭
টিপুর মেয়ে, শ্রাবণ্যর ছেলে ইবরার টিপু ও শ্রাবণ্য

কন্যা সন্তানের বাবা হয়েছেন সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু। অন্যদিকে মালয়েশিয়ায় মডেল-উপস্থাপক শ্রাবণ্য জন্ম দিয়েছেন পূত্র সন্তান। 

গত বছর জুলাইয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইবরার টিপু ও কণ্ঠশিল্পী বিন্দু কনা। ২৯ অক্টোবর রাত ১১টায় রামপুরার একটি হাসপাতালে তাদের ঘর আলো করে নবজাতকের জন্ম হয়।

ওর নাম রাখা হয়েছে ওয়াদিরা ইবরার ওরনি। আগের সংসারে এক পূত্র সন্তান রয়েছে টিপুর।

ছবি: সংগৃহীতএদিকে প্রথমবার সন্তানের মুখ দেখে উচ্ছ্বসিত শ্রাবণ্য। ৯ নভেম্বর মালয়েশিয়ার সুবাং জয়া মেডিক্যাল সেন্টারে তিনি  নবজাতকের জন্ম দেন। ছেলের নাম রাখা হয়েছে সারহান আবিয়ান খান শুদ্ধ।  

শ্রাবণ্যের স্বামী সাব্বির খান মালয়েশিয়াপ্রবাসী, সেখানকার একটি কোম্পানিতে চাকরি করেন। চলতি বছরে শ্রাবণ্য বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যান।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।