বিপিএলের পঞ্চম আসরের প্রথম পর্ব শেষ হলো। প্রথম আসর থেকেই দলগুলো নিজের মতাদর্শ ও উদ্দেশ্য তুলে ধরে থিম সং তৈরি করছে।
পঞ্চম আসরে এখন পর্যন্ত তিনটি দল নতুন গান প্রকাশ করেছে। তারা হলো ঢাকা ডাইনামাইটস, সিলেট সিক্সার্স ও খুলনা টাইটানস। অন্য দলগুলো পুরনো গান দিয়েই রাস্তা-ঘাট গরম করছে।
ঢাকা ডাইনামাইটসের এবারের গানটি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ১১ নভেম্বর। পুরান ঢাকার ভাষায় লেখা গানটির ভিডিওতেও রাখা হয়েছে বিরাট আয়োজন। লুৎফর হাসানের লেখা গানটির সুর, সংগীতায়োজন ও কণ্ঠ প্রীতম হাসানের। একইসঙ্গে গানটির ভিডিওতে নেচেছেন প্রীতম। আর এতে তার সঙ্গে মডেল হয়েছেন পিয়া বিপাশা। ভিডিওতে আছেন দলটির কয়েকজন খেলোয়াড়। তারা হলেন সাকিব আল হাসান, কুমার সাঙ্গাকারা, মোসাদ্দেক প্রমুখ। মিউজিক ভিডিওটি তৈরি করেছেন তানিম রহমান অংশু।
বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাচ্ছে সিলেট সিক্সার্সের গান। এর শিরোনাম ‘লাগলে বাড়ি বাউন্ডারি’। ৪ নভেম্বর এটি উন্মুক্ত করা হয়েছে। এ ছাড়া খুলনা টাইটানসের গানটিও কয়েকদিন আগে থেকে বাজতে শুরু করেছে। এটি তৈরি করেছেন অটামনাল মুন।
* ঢাকা ডাইনামাইটসের গান:
* সিলেট সিক্সার্সের গান:
* খুলনা টাইটানসের গান:
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসও