১১ নভেম্বর বিকেলে বাংলানিউজের সঙ্গে এ নিয়ে কথা হয় সেন্সর বোর্ডের সদস্য মুন্সী জালালউদ্দিনের। তিনি বলেন, ‘চলচ্চিত্রটি গল্প অবিন্যস্ত ও অসংলগ্ন।
কী কী আপত্তিকর বিষয় আছে ‘ধূসর কুয়াশা’য়? এমন প্রশ্নের জবাবে মুন্সী জালালউদ্দিন জানান, ছবিটিতে দেখানো হয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনির সামনে অপরাধ সংঘটিত হচ্ছে। এর আইনি কোনো পদক্ষেপ বা প্রতিরোধের চিত্র নেই ছবিতে। এখানে পুলিশকে হাস্যকরভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি রয়েছে শিশুদের পঙ্গু দেখানো, নারী ধর্ষণ, নারী পাচার ও নারীকে নিলামে তোলা প্রভৃতি।
‘ধুসর কুয়াশা’ মুক্তির পথ আপাতত বন্ধ। এ ক্ষেত্রে সংশ্লিষ্টরা আইনের আশ্রয় নিয়ে ছবিটি মুক্তি দিতে পারেন কি-না সেটিই দেখার বিষয়। নিপুনের পাশাপাশি ছবিটিতে আরও আছেন পুষ্পিতা পপি ও নবাগত মুন্না।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসও