ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মেয়ের দ্বিতীয় বিয়েতে আপত্তি নেই বাবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
মেয়ের দ্বিতীয় বিয়েতে আপত্তি নেই বাবার কারিশমা কাপুর ও সন্দীপ তোশনিওয়াল। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় ও সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন কারিশমা কাপুর। বেশ কিছুদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন তিনি। কিন্তু নতুন এক কারণে খবরের শিরোনামে উঠে এলো তার নাম। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘রাজা হিন্দুস্তানি’খ্যাত এই তারকা।

অনেক আগেই বিয়ে করার কথা ছিলো সন্দীপ-কারিশমার। কিন্তু তাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সন্দীপের প্রথম স্ত্রী ড. আশ্রিতা।

কারণ সন্দীপকে তালাক দিচ্ছিলেন না আশ্রিতা। তবে সে ঝামেলাও মিটে গেছে কিছুদিন আগে।

গত ৮ নভেম্বর বান্দ্রার এক পারিবারিক আদালতে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে সন্দীপ ও আশ্রিতার। এরপর থেকেই শোনা যাচ্ছে- যে কোনও সময়ই নাকি বেজে উঠতে পারে সন্দীপ-কারিশমার বিয়ের সানাই। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউ।

এদিকে কারিশার বিয়ে প্রসঙ্গে তার বাবা রণধীর কাপুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যদি ও (কারিশমা কাপুর) দ্বিতীয়বার বিয়ে করতে চায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমার আর্শীবাদ সবসময় তাদের সঙ্গে রয়েছে। ’

এর আগে, ২০০৩ সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন কারিশমা। কিন্তু বনিবনা না হওয়ায় ২০১৬ সালের জুনে ১৩ বছরের সংসারের ইতি টানেন লোলো (কারিশমা কাপুরের ডাকনাম)। প্রাক্তন এই দম্পতির সামিরা (মেয়ে) ও কিয়ান (ছেলে) নামে দুই সন্তান রয়েছে।    

১৯৯১ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেম কয়েদি’র মধ্য দিয়ে বলিউড অভিষেক হয় কারিশমার। সেসময় মাত্র ১৭ বছর বয়স ছিলো তার। তারপর অভিনয় করেছেন, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘জিগার’, ‘আনারি’, ‘রাজা বাবু’, ‘কুলি নাম্বার ওয়ান’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘জিত’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘দিল তো পাগল হ্যায়’র মতো জনপ্রিয় সিনেমাগুলোতে। ২০০৪ সালে রূপালি পর্দার আড়ালে চলে যান ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী। পরবর্তীতে ২০১২ সালে ‘ডেঞ্জার ইশক’-এর মধ্য দিয়ে কামব্যাক করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
বিএসকে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।