শুক্রবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার লক্ষ্যে আয়োজিত ‘বিডি ক্লিন ঢাকা’র ক্যাম্পেইনে শিক্ষার্থীদের সঙ্গে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে নেমে পড়েন ‘হালদা’ পরিচালক তৌকির আহমেদ ও জাহিদ হাসান। সঙ্গে ছিলেন ‘হালদা’ টিমের আরও কিছু সদস্য।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ছড়িয়ে পড়েছে ঝাড়ু দেওয়ার বেশ কয়েকটি স্থিরচিত্র।
এশিয়ার অন্যতম বৃহৎ মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। উভয় তীরে গড়ে ওঠা ভারি শিল্পপ্রতিষ্ঠান থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য পদার্থ, জমির কীটনাশকসহ নানা কারণে হুমকির মুখে পড়েছে নদীটি। এই নদীর দিকে সবার মনযোগ আকর্ষণ ও সচেতনতা সৃষ্টির জন্য অনেকদিন ধরেই নানামুখী সামাজিক আন্দোলন ও মানববন্ধন হয়ে আসছে। হালদা নদী রক্ষার এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেই তৌকীর ছবিটি তৈরি করেছেন।
আজাদ বুলবুলের গল্পে হালদা নদীর নামে ছবিটির নামকরণ করা হয়েছে। এটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও তৈরি করেছেন তৌকীর।
‘হালদা’য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, রুনা খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
বিএসকে/জেডএম