ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এক আয়োজনে রেজওয়ানা চৌধুরী বন্যার দুই ছাত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এক আয়োজনে রেজওয়ানা চৌধুরী বন্যার দুই ছাত্রী রেজওয়ানা চৌধুরী বন্যা, আঁখি হালদার ও অনুশ্রী ভট্টাচার্য

প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার দুই ছাত্রী গান গাইবেন একই আয়োজনে। তারা হলেন আঁখি হালদার ও অনুশ্রী ভট্টাচার্য। ‘তোমারি নাম সকল তারার মাঝে’ শীর্ষক রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে থাকবে তাদের পরিবেশনা।

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকার ধানমণ্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠানটি।  

এ আয়োজন উপভোগ করতে আগ্রহীদের নাম ও মোবাইল নম্বর বৃহস্পতিবারের (২৩ নভেম্বরের) মধ্যে programme@afdhaka ঠিকানায় মেইল পাঠিয়ে নিবন্ধন করতে হবে।

অনুষ্ঠানস্থলে এ সুযোগ থাকবে না।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন পীযুষ বড়ুয়া। তার কাছেও তালিম নিয়েছেন আঁখি ও অনুশ্রী। দু’জনই বাংলাদেশ টেলিভেশনের তালিকাভুক্ত শিল্পী। দেশ-বিদেশে বিভিন্ন জায়গায় সঙ্গীত পরিবেশন করেছেন তারা। আঁখি এখন ঢাকার সুরের ধারা সঙ্গীত স্কুলে শিক্ষকতা করছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।