ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

অন্তঃসত্ত্বা বিপাশা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২১, ডিসেম্বর ২১, ২০১৭
অন্তঃসত্ত্বা বিপাশা! বিপাশা বসু (ছবি: সংগৃহীত)

প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন বিপাশা বসু-করণ সিং গ্রোভার দম্পতি! বুধবার (২০ ডিসেম্বর) মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে দেখা গেছে এই তারকা দম্পতিকে। এরপর থেকেই বিপাশার মা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে।

এমনকি হাসপাতালের সামনে তাদের ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রীরা। সম্প্রতি তারই কয়েকটি স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে অন্তর্জাল দুনিয়ায়।

যা রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।

তবে মা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিপাশা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি অন্তঃসত্ত্বা নই। দয়া করে এ ধরনের গুঞ্জন বন্ধ করুন। ’

বিপাশা বসু-করণ সিং গ্রোভার দম্পতিতা হলে কেনো হাসপাতালে গিয়েছিলেন বিপাশা। জানা গেছে, পেটের সমস্যায় ভুগছেন করণ। এ কারণেই স্বামীর সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন তিনি।

‘অ্যালন’ ছবির কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পরেন বিপাশা-করণ। পরে ২০১৬ সালের ৩০ এ্রপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।    

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।