ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

তাহসান-পূজার ‘একটাই তুমি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০০, জানুয়ারি ৩, ২০১৮
তাহসান-পূজার ‘একটাই তুমি’ তাহসান ও বাঁধন সরকার পূজা (ছবি: সংগৃহীত)

আবারও একসঙ্গে গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান ও বাঁধন সরকার পূজা। ‘একটাই তুমি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে এর ভিডিও। এতে মডেল হিসেবে দেখা যাবে শার্লিনা এবং সুমিতকে।

‘একটাই তুমি’ গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীতয়োজন করেছেন সাজিদ সরকার।

গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

গানটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘পূজার সঙ্গে এর আগেও কাজ করেছি। চমৎকার গানের গলা তার। এবারের গানটিও দু’জনের কণ্ঠ অনুযায়ী তৈরি করেছেন গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই। এক কথায় অসাধারণ। ভালো লাগবে দর্শক- শ্রোতার। ’

পূজা বলেন, ‘তাহসান ভাইয়া আমার অনেক পছন্দের শিল্পী। তার সঙ্গে আবারও গান করতে পেরে ভালো লাগছে। সব মিলিয়ে বলবো, গতানুগতিক ধারার বাইরের কাজ হয়েছে এটি। ভিডিওটিও চমৎকার একটি গল্পে নির্মিত হয়েছে। আশা করছি গানটি দর্শক- শ্রোতাদের ভালো লাগবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।