ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

জুনে আসছে সঞ্জয় দত্তের বায়োপিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, জানুয়ারি ৫, ২০১৮
জুনে আসছে সঞ্জয় দত্তের বায়োপিক রণবীর কাপুর ও সঞ্জয় দত্ত

বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। এটি পুরানো খবর। নতুন খবর হলো, ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৯ জুন। এতে প্রধান চরিত্রে পাওয়া যাবে রণবীর কাপুরকে।

বহুল প্রতীক্ষিত ছবিটি পরিচালনা করছেন ‘পিকে’খ্যাত পরিচালক রাজকুমার হিরানি। এর আগে নাম ঠিক না হওয়া ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিলো ৩০ মার্চ।

কিন্তু হঠাৎ করেই তিন মাস পিছিয়ে দিয়েছেন নির্মাতারা। জানা গেছে, ছবিটির কাজ এখনও অনেক বাকি। যার কারণে মার্চে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব না।

এদিকে এই ছবিটি পিছিয়ে যাওয়ায় টাইগার শ্রফের ‘বাঘি টু’র মুক্তির তারিখও পাল্টে গেছে। ছবিটি ২৭ এপ্রিল থেকে এগিয়ে ৩০ মার্চ মুক্তি দেওয়া হচ্ছে। আর দুইটি ছবির জন্যই দর্শকের আগ্রহ চরমে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।