ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

সালমানের অতিথি অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০১, জানুয়ারি ৯, ২০১৮
সালমানের অতিথি অক্ষয় সালমান খান ও অক্ষয় কুমার

এখন পর্যন্ত বলিউডের বহু তারকাই অতিথি হয়ে হাজির হয়েছেন সালমান খানের সঞ্চালিত অনুষ্ঠান ‘বিগ বস’-এ। কিন্তু এবার যিনি আসছেন তাকে নিয়ে রীতিমতো হৈ চৈ পড়ে গেছে। সালমানের অতিথি হয়ে ‘বিগ বস ১১’তে আসছেন বলিউড সুপাস্টার অক্ষয় কুমার।

সম্প্রতি প্রকাশ পেয়েছে অক্ষয় কুমারের পরবর্তী ছবি ‘কেসারি’র ফার্স্ট লুক। এটি যৌথভাবে প্রযোজনা করছেন অক্ষয় কুমার ও করণ জোহর।

তবে প্রথমে করণের সঙ্গে ছবিটি প্রযোজনা করার কথা ছিলো সালমানের। কিন্তু সেটি আর হয়নি। আর এ নিয়েই সালমান-অক্ষয়ের মধ্যে দ্বন্দ্ব চলার খবর রয়েছে।

কিন্তু সবকিছু ভুলে ‘বিগ বস ১১’-এর ফাইনাল রাউন্ডে অতিথি হয়ে হাজির হচ্ছেন ‘খিলাড়ি’ খ্যাত এই তারকা। যেখানে নিজের পরবর্তী ছবি ‘প্যাডম্যান’-এর প্রচারণাও করবেন তিনি। রোববার (১৪ জানুয়ারি) এর শ্যুটিং করা হবে। এরই মধ্যে ‘বিগ বস ১১’-এর তিন ফাইনালিস্টের সঙ্গে দেখা করছেন অক্ষয় কুমার।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।