ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

ফের মঞ্চে আসছে ‘বাংলার মাটি, বাংলার জল’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৭, জানুয়ারি ১২, ২০১৮
ফের মঞ্চে আসছে ‘বাংলার মাটি, বাংলার জল’ ‘বাংলার মাটি, বাংলার জল’ নাটকের দৃশ্য (ফাইল ছবি)

ঢাকা: দীর্ঘদিন পর নাট্যদল ‘পালাকার’ মঞ্চে নিয়ে আসছে ‘বাংলার মাটি, বাংলার জল’। আগামী ১৪ জানুয়ারি (রোববার) নাটকটির ২৮তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছিন্নপত্র’ অবলম্বনে নাটকটি রচনা করেছেন প্রয়াত সব্যসাচী নাট্যকার সৈয়দ শামসুল হক। নির্দেশনায় আছেন রবীন্দ্রনাট্য নির্দেশক আতাউর রহমান।

 

‘বাংলার মাটি, বাংলার জল’ নাটকটির কেন্দ্রীয় চরিত্র রবীন্দ্রনাথকে ঘিরেই। রয়েছে তার ভাতিজী ইন্দিরা দেবী চরিত্রটিও।  

নাট্য নির্দেশক আতাউর রহমান বলেন, ‘বাংলার মাটি, বাংলার জল’ নাটকের নায়ক স্বয়ং রবীন্দ্রনাথ। তরুণ রবীন্দ্রনাথ ১৮৮৯ সাল থেকে ১৮৯৫ সাল পর্যন্ত যখন শিলাইদহ, পতিসর ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বাবার জমিদারী এস্টেটের দেখভাল করার কাজে নিয়োজিত ছিলেন তখনকার চিত্র উঠে এসেছে এই নাটকে।  

এতে অভিনয় করছেন শামীম সাগর, শাহরিয়ার খান রিন্টু, আমিনুর রহমান মুকুল, সোনিয়া আক্তার, শর্মীমালা, অধরা হাসান, অনিকেত পাল বাব, ইভা খানসহ প্রায় ৩৫ জন শিল্পী।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।