ছবিটির প্রযোজক ও দি অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হসান অভি রোববার (১৪ জানুয়ারি) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সেন্সর বোর্ড আমাদের ছবি দেখার পর প্রদর্শনের মৌখিক অনুমতি দিয়েছে।
বাংলাদেশ সেন্সর বোর্ডের সচিব মুন্সী জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, ‘ভালো থেকো’ মুক্তিতে কোনো বাধা নেই।
ছবিটিতে অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত চিত্রনায়ক আরিফিন শুভ। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, রেবেকা, এম এ শহীদ ও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ।
ছবিটি নিয়ে পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ছবিটি প্রেমের কথা বলবে, মানবতার কথা বলবে। মৌলিক গল্পের এই ছবি চাইলে সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন।
২০১৬ সালের ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে জমকালো মহরতের মধ্য দিয়ে ‘ভালো থেকো’র শ্যুটিং শুরু হয়। এর সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভি। বাংলাদেশ ছাড়াও নেপালে ছবিটির শ্যুটিং হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
জেআইএম/এমএ