ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রতিটি পত্রিকায় ছাপা হয়েছিলো আমার প্রেমের গল্প: কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
প্রতিটি পত্রিকায় ছাপা হয়েছিলো আমার প্রেমের গল্প: কঙ্গনা কঙ্গনা রণৌত

২০১৬ সালে এক সংবাদ সম্মেলনে হৃতিক রোশনকে ‘সিলি এক্স’ অর্থাৎ ‘হীনমন্য প্রেমিক’ বলে সম্বোধন করেছিলেন কঙ্গনা রণৌত। এরপরই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে বেরিয়ে এসেছিলো একের পর এক চাঞ্চল্যকর সত্যি।

এ নিয়ে কম জলঘোলা হয়নি। গত এক বছর বলিউড পাড়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম, সব জায়গাতেই আলোচনার বিষয় ছিলো তাদের প্রেম।

বিষয়টি নিয়ে চুপ থাকতে চাইলেও আবার মুখ খুলতে হলো কঙ্গনাকে।

সম্প্রতি বলিউডের জনপ্রিয় দুই নির্মাতা করণ জোহর ও রোহিত শেঠির নতুন শো ‘ইন্ডিয়া’স নেক্সট সুপারস্টার’-এর মঞ্চে হাজির হয়েছিলেন কঙ্গনা। যেখানে বলিউডের এই অভিনেত্রীর প্রেম কাহিনি জানতে চান প্রতিযোগিরা।

এর জবাবে ‘কুইন’খ্যাত এই তারকা বলেন, ‘প্রতিটি পত্রিকায় ছাপা হয়েছিলো আমার প্রেমের গল্প। ’ এরপর কবিতার কিছু লাইন বলে বিষয়টি এড়িয়ে যান কঙ্গনা।

‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাসি’ ছবির কাজ করছেন কঙ্গনা। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ওপার বাঙলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। কৃষ পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৮ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।