ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার বিয়ে করবেন হৃতিক-সুজানা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
আবার বিয়ে করবেন হৃতিক-সুজানা! প্রাক্তন দম্পতি হৃতিক রোশন-সুজানা খান

চার বছর মন দেওয়া-নেওয়ার পর ২০০০ সালের ২০ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন হৃতিক রোশন ও সুজানা খান। তাদের ঘর আলোকিত করে দুই ছেলে ঋহান ও ঋধান। কিন্তু ১৩তম বিবাহ বার্ষিকীর ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ ২০১৩ সালের ১৩ ডিসেম্বর বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। তবে কাগজে-কলমে তাদের বিচ্ছেদ হয় ২০১৪ সালে।

বিচ্ছেদের পরও প্রাক্তন এই দম্পতির বন্ধুত্বে ভাটা পড়েনি। যখনই সময় পেয়েছেন দুই ছেলেকে নিয়ে হঠাত্ নৈশ ভোজের প্ল্যান, সিনেমা দেখা বা বিদেশ ভ্রমনে চলে গিয়েছেন তারা।

এমনকি গত কয়েক বছরে হৃতিক যতোবার বিপদে পড়েছেন তার পাশে এসে দাঁড়িয়েছেন সুজানা।  

বিচ্ছেদের পরও তাদের এমন মেলামেশা নিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে নতুন গুঞ্জন। অনেকেই ভাবছেন আবার হয়তো বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন সাবেক এই দম্পতি।

এ প্রসঙ্গে তাদের ঘনিষ্ঠ এক বন্ধু জানান, ‘হৃতিক-সুজানার সম্পর্কের মধ্যে যেসব বিষয় নিয়ে সমস্যা ছিলো সেগুলো তারা বুঝতে পেরেছে। একটু সময় দিন। আপনারা আবার তাদের একসঙ্গে দেখতে পাবেন। ’

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।