ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

শাহজাহানপুর গোরস্থানে চিরশায়িত শাম্মী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, জানুয়ারি ১৭, ২০১৮
শাহজাহানপুর গোরস্থানে চিরশায়িত শাম্মী শাম্মী আখতার

রাজধানীর শাহজাহানপুর গোরস্থানে চিরশায়িত হলেন বরেণ্য কণ্ঠশিল্পী শাম্মী আখতার। 

শান্তিনগর চামেলীবাগের আমিনবাগ মসজিদে নামাজে জানাজার পর বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে তাকে সেখানে দাফন করা হয়।  

গুণী এই শিল্পীকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী রফিকুল আলম, খুরশীদ আলম, সেলিম আশরাফ, শফিক তুহিনসহ সঙ্গীতাঙ্গনের অনেকে।

মরদেহে পচন ধরায় শাম্মী আখতারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোটের শহীদ মিনারে নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়।  

বিগত পাঁচ বছর ধরে স্তন ক্যান্সারে ভুগছিলেন ‘ঢাকা শহর আইসা’ খ্যাত গায়িকা শাম্মী আখতার। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে এই বরেণ্য সঙ্গীতশিল্পী পৃথিবী থেকে বিদায় নেন।  

শাম্মী আখতারের জন্ম ১৯৫৭ সালের ১৬ ফেব্রুয়ারি। বর্ণাঢ্য সংগীতজীবনে তিনি প্রায় ৩শ’ চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কিন্তু জীবনের শেষ বেলায় তিনি নিদারুণ অর্থকষ্টে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।